Jetpack
Home
Login
Signup
Forum
RaihanHello Friends Welcome
Home » educational tips » অন্যের কাছে নিজেকে আকর্ষনিয় করে তুলুন
Name : evan
2019ago
658 Views
নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে কে না চায়? আর এজন্য সবায় তাদের প্রচেষ্টায় কোনো রকম ত্রুটি রাখতে চান না। নিজেকে আকর্ষণীয় করে তুলতে মানুষ পোশাক-আশাক থেকে শুরু করে অন্যান্য সবরকম উপকরণ ব্যবহার করে থাকে। তবে শুধু পোশাকাদি বা উপকরণ-ই যথেষ্ট নয়। এজন্য নিজেকে অন্যের কাছে কিভাবে উপস্থাপন করছেন ও অন্যদের সঙ্গে কিভাবে মিশছেন সে বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ। নিচে অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো: নিজেকে মজার মানুষে পরিণত করুন :গোমড়ামুখো মানুষদের কেউই পছন্দ করে না খুব এক টা। এ কারণে রসবোধ থাকাটা মানুষের নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ প্রিয় মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন :একা থাকলে তা আপনাকে একঘরে করে দিতে পারে। তাই নিজের প্রিয় মানুষদের সঙ্গে থাকার গুরুত্ব রয়েছে। আপনার আশপাশে রাখুন এমন সব মানুষদের, যারা আপনার পথের সাথি হবে। ২০১৪ সালের এক গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে। হালকা কথাবার্তা নয় :কিছু কথা রয়েছে, যা আপনার ব্যক্তিত্বকে হালকা করে দেবে। এ ধরনের ছোটখাট কথাবার্তা বাদ দিন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলুন সব সময়। তবে সব সময় এমন কথাবার্তা প্রয়োজন না হলেও কখনো কখনো এর গুরুত্ব রয়েছে। নেতা হয়ে উঠার চেষ্টা করুন :একজন নেতা সব সময়েই অন্যদের আকর্ষণ করেন। এক্ষেত্রে অন্য সব মানুষের দায়িত্ব নেওয়া এবং অন্যদের সুযোগ সুবিধা দেখার বাড়তি দায়িত্বও চলে আসে নেতার ওপর। তবে যে কোনোভাবেই হোক না কেন, নেতা হয়ে উঠলে আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। বেশি করে হাসুন :অন্যদের আকর্ষণে হাসির গুরুত্ব রয়েছে। যে কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক সৃষ্টি বা গড়ে তোলায় কিংবা যোগাযোগে হাসি অত্যন্ত কার্যকর। হাসির ফলে আপনার অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এবং আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। অন্যদের প্রতি সদয় হোন :যে কোনো মানুষের সঙ্গেই কঠোর ব্যবহার করা উচিত নয়। একজনের সঙ্গে কড়া ব্যবহার করলে তা যে শুধু তাকেই আপনার শত্রু করবে এমনটা নয়, এ কারণে তা আরও বহু মানুষকে আপনার শত্রু করতে পার
fb
Share Now
Direct Tune Link
Tune Comment
no comment
New Comment
Name:
Comment:

Smilies List
Related Tune
Main Menu