Jetpack
Home
Login
Signup
Forum
RaihanHello Friends Welcome
Home » android tips » আমার দেখা সেরা ৩ টি vpn যেগুলো আমি নিজেও ব্যাবহর করি
Name : Walker
2019ago
657 Views
হ্যালো ফ্রান্স সবাই কেমন আছেন,,,আশাকরি ভালো আছেন, টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করবো,,,চলোন শুরু করি,, এখন চলুন দেখে নেই সেরা তিনটি ভিপিএন অ্যাপ। যা দিয়ে আপনি ফ্রিতে চালাতে পারবেন ভিপিএন এগুলো আমার ব্যাক্তিগত পছন্দের ১। Thunder VPN এটি আমার সব থেকে প্রিয় একটি ভিপিএন। খুবই চমৎকার ভাবে কাজ করে এবং খুব দ্রুত। তাছাড়া USA, UK, GERMEN এর মতো অনেক রাষ্ট্র থেকে সার্ভার কানেক্ট করা যায়। ২। Turbo VPN ফ্রি ভিপিএন গুলোর মধ্যে এই ভিপিএনটিও অনেক ভালো সার্ভিস দেই। এর গতিও খুব ভালো। মোট কথা আমি সন্তুষ্ট, এবার আপনার পরিক্ষা করার পালা। পরিক্ষা করার পরে আপনার কেমন লাগলো তাও আমাদের জানাতে ভুলে যাবেন না যেন। ৩। Touch VPN ৪ লক্ষ ৪০ হাজারের ও বেশি রিভিউ নিয়ে প্লে স্টোরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে একটি ভিপিএন এটি। অন্যসব ভিপিএনের মতো এর ও রয়েছে দারুণ সব সার্ভার চয়েজ করার অপশন। স্পীড, কোয়ালিটি আর ইন্টারফেস মিলিয়ে অ্যাপ টি আমার কাছে খারাপ লাগেনি। তো এই ছিলো আমার আজকের আলোচনা ভিপিএন সম্পর্কে। আর্টিকেলটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন আলোচনায় পরবর্তী কোন এক সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থা থাকুন, Helpbd বাংলার সাথেই থাকুন।
fb
Share Now
Direct Tune Link
Tune Comment
no comment
New Comment
Name:
Comment:

Smilies List
Related Tune
Main Menu